এশিয়ার সেরা মিডিয়া কোম্পানির পুরস্কার পেল এনডিটিভি

প্রতীকী ছবি

এশিয়ার সেরা মিডিয়া কোম্পানির পুরস্কার পেল এনডিটিভি

অনলাইন ডেস্ক

এশিয়ার সেরা মিডিয়া কোম্পানির পুরস্কার জিতেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এটি এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ কর্পোরেট পুরস্কার। যুক্তরাষ্ট্রের বার্কশায়ার মিডিয়া (ব্র্যান্ড এবং মার্কেট রিসার্চ কোম্পানি) এ পুরস্কার দেয়।

২০২২ সালের জন্যে তারা ‘এশিয়ার সবচেয়ে বিশ্বস্ত মিডিয়া কোম্পানি’ হিসেবে এনডিটিভিকে বেছে নেয়।

বার্কশায়ার মিডিয়া জানিয়েছে, এনডিটিভি কনটেন্ট, উদ্ভাবন, খ্যাতির ওপর ভিত্তি করে তাদের বেছে নেয়া হয়েছে। এছাড়া এনডিটিভির সভাপতি সুপর্ণা সিংকে ‘২০২২ সালের আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব’ হিসেবে মনোনীত করা হয়েছে।

এনডিটিভি ১৯৮৮ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠান করেন সাংবাদিক রাধিকা রায়। এনডিটিভির প্রথম টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য ওয়ার্ল্ড দিস উইক’।