বিএনপি-জামায়াতকে কাউন্টার দেয় না আওয়ামী লীগ: নাসিম
বিএনপি-জামায়াতকে কাউন্টার দেয় না আওয়ামী লীগ: নাসিম

বিএনপি-জামায়াতকে কাউন্টার দেয় না আওয়ামী লীগ: নাসিম

নিজস্ব প্রতিবেদক

বিএনপি ও জামায়াতে ইসলামীর কার্যকলাপের কাউন্টার হিসেবে আওয়ামী লীগ কিছু করে না বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, আমরা চিন্তা করি জনগণের সমর্থন নিয়ে।

শনিবার (১০ ডিসেম্বর) নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে এসব বলেন নাসিম। এসময় তিনি আরও বলেন, সবশেষ আদালত হলো নির্বাচন।

আর নির্বাচনে যেতে হলে গনগণের সমর্থন ছাড়া কিছুই সম্ভব নয়। আমরা কখনোই ভাবি না বিরোধীরা কী করে। তাদের কাউন্টার দিয়েও আমরা কোনো পদক্ষেপ নেই না।

নাসিম বলেন, আমরা এদেশের লোকজনের উন্নয়নের জন্যই জনগণের ভোট চাই।

আমরা যে উন্নয়নের ধারা নিয়ে এগিয়ে চলেছি সেই অঙ্গীকার নিয়ে জনগণের সমর্থন চাই। কারণ আমাদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো, সরকারের আর্থ সামাজিক কর্মকাণ্ডগুলো জনগণকে জানাতে হবে। সে জন্যই আমরা প্রচার প্রচারণায় নামি।

আওয়ামী লীগের এ নেতা বলেন, আমরা গত তিনটি নির্বাচনে যে ইশতেহার দিয়েছিলাম তা বাস্তবায়নে সক্ষম হয়েছি। সে কথাগুলো তো মানুষের কাছে তুলে ধরতে হবে। দ্বাদশ জাতীয় নির্বাচনে আমাদের কী পরিকল্পনা সেটা কিংবা দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে পরিকল্পনা শেখ হাসিনার পরিকল্পনারই অংশ। আমরা আগামী নির্বাচনে সেই পরিকল্পনা ইশতেহার হিসেবে উপস্থাপন করতে চাই।

করোনার কারণে দীর্ঘদিন দলের নেতারা জনগণের কাছে যেতে পারেনি বলে দুঃখপ্রকাশ করেন নাসিম। তিনি বলেন, সে কারণে নির্বাচনকে কেন্দ্র করে দলীয় অনেক কাজ বাকী রয়েছে যেটা দ্রুত শেষ করতে হবে। তৃণমূল থেকে শুরু করে সিনিয়র নেতারাও দলের সমর্থক কর্মীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। এটা ধারাবাহিক কার্যক্রম বলা যেতে পারে।

বিএনপির আন্দোলন গত ১৪ বছর ধরেই চলছে জানিয়ে নাসিম বলেন, আমরা গঠনমূলক রাজনীতি করি। আমরা জনগণের অঙ্গীকার পূরণে সক্ষম হয়েছি। আমরা সেই কথাগুলোই বলছি। এগুলো বিএনপি বিরুদ্ধে বলা নয়। আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলি এগুলো জনবঞ্চিত একদল বুদ্ধিজীবী সাংবাদিকের কথা।

/FA

এই রকম আরও টপিক