পর্তুগালকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত মরক্কোর

পর্তুগালকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত মরক্কোর

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে আফ্রিকার দেশ মরক্কো। এবার আফ্রিকার প্রথম দেশ হিসেবেও ইতিহাস গড়ল তারা। দোহার আল থুমামা স্টেডিয়ামে শনিবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে মরক্কো।

নানা বিতর্ক এড়িয়ে গনসালো রামোসের বদলি নেমে দলকে বাঁচাতে পারলেন না ক্রিস্তিয়ানো রোনালদোও।

প্রথমার্ধে ইউসেফ এন-নেসিরির করা গোলটিই শেষ পর্যন্ত গড়ে দিল ব্যবধান। এরপর শুধু মরক্কোর প্রতিরোধের দেয়াল গড়া, সেইসাথে বেশ ভয়ানক আক্রমণ। পরিশেষে স্বপ্নময় পথচলায় আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল মরক্কো।

ম্যাচের ৭৪ শতাংশ খেলা নিজেদের আয়ত্তে রেখেও পর্তুগালের এ হার সত্যিই অবাক করার মতোই।

শুধু তাই নয়, মরক্কোর তিন গুণ কর্নার শট পেয়েছে ইউরোপের দেশটি। তবে অঘটন কি আর বলে কয়ে আসে!

সিংহভাগ সময়ে বল নিজেদের দখলে রাখলেও একটি আক্রমণে অসাধারণ গোলটি আদায় করে নেয় মরক্কো। বাম পাশ থেকে আতিয়াত-আল্লাহ’র দুর্দান্ত ক্রস লাফ আটকে দিতে চেয়েছিলেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা। কিন্তু তার আগেই দৌড়ে এসে লাফিয়ে উঠে মাথায় বল ছুঁইয়ে দেন সেভিয়া স্ট্রাইকার এন-নেসিরি। বল জড়িয়ে যান পর্তুগালের জালে। এই গোলের আগে আরও দুটি হেড মিস করেছিলেন এন-নেসিরি।

/FA

এই রকম আরও টপিক