সেমিতে চমক দেখানো মরক্কোর প্রতিপক্ষ ফ্রান্স

সংগৃহীত ছবি

সেমিতে চমক দেখানো মরক্কোর প্রতিপক্ষ ফ্রান্স

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের চতুর্থ দল। ক্রিস্টিয়ানো রোনালদোর স্বপ্ন ভেঙে সেমিফাইনালে উঠা মরক্কোর বিপক্ষে লড়বে ফরাসিরা।

চমক নিয়েই এবারের বিশ্বকাপে হাজির হয়েছে মরক্কো।

আসরে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি আশরাফ হাকিমি-হাকিম জিয়েশ-ইয়াসিন বুনুর দল। নকআউট পর্বে স্পেনের পর পর্তুগালকে হারিয়ে উঠে গেছে সেমিফাইনালে। এর আগে গ্রুপ পর্বে বেলজিয়ামকে হারিয়ে বিদায় করে দিয়েছে অ্যাটলাস লায়নরা।

সেমিফাইনালে মরক্কো প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে।

আল বায়েত স্টেডিয়ামে শনিবার (১০ ডিসেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয় পায় ফ্রান্স। দারুণ জমজমাট ম্যাচে ১৭ মিনিটেই ফ্রান্সকে এগিয়ে দেন অউরিলিয়ে শুয়েমিনি।  

ডিবক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। ৭৮ মিনিটে সতীর্থের মাপা ক্রসে দারুণ এক হেডে ফ্রান্সকে ফের এগিয়ে দেন অলিভিয়ের জিরুদ।

ইংল্যান্ডকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন হ্যারি কেইন। থিও হার্নান্দেজ ডি বক্সে ম্যাসন মাউন্টকে ধাক্কা দিয়ে ফেলে দিলে পেনাল্টি পায় ইংল্যান্ড। কিন্তু স্পট কিকে গোল করতে ব্যর্থ হন কেইন। ম্যাচজুড়ে দারুণ খেলেও ইংলিশদের হারে খলনায়ক হন কেইন।

আগামী বুধবার (১৪ ডিসেম্বর) প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-মরক্কো।  

অন্যদিকে রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপ ফাইনাল।

news24bd.tv/কামরুল