পিরোজপুরে উৎপাদন হচ্ছে বিষমুক্ত শুটকি

ইমন চৌধুরী

পিরোজপুরে কচা নদীর পাশের চরে উৎপাদিত হচ্ছে বিষমুক্ত শুটকি। স্থানীয়ভাবে তৈরি করা এ শুটকিতে বিষ বা রাসায়নিক পাউডার দেয়া হয় না বলেই এর সুনাম এবং চাহিদা ক্রেতাদের কাছে অনেক বেশি। দেশের চাহিদা মিটিয়ে এখানকার শুটকি যাচ্ছে বিদেশেও।

শীত মৌসমকে সামনে রেখে পিরোজপুরের শুঁটকি পল্লীতে বেড়েছে ব্যস্ততা।

চলতি বছরের নভেম্বরে শুরু হলেও আগামী বছরের মার্চ মাস পর্যন্ত চলবে এই শুঁটকি উৎপাদনের কাজ।

এখানে বিষমুক্ত শুঁটকি তৈরি হওয়ায় সুনাম ও চাহিদা রয়েছে দেশ ব্যাপী। তবে এ খাতে নানা সমস্যা আর সরকারি কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ শুঁটকি পল্লীর ব্যবসায়ীদের। তারা চান পৃষ্ঠপোষকতার পাশাপাশি শুঁটকি পল্লীর জন্য একটি নির্দিষ্ট স্থান।

পিরোজপুরের পাড়েরহাট ও চিথিলিয়া গ্রামে শীত মৌসমে ৯ থেকে ১০ মেট্রিক টন শুঁটকি উৎপাদন হয়ে থাকে। এই পল্লীতে কাজ করে অর্ধশত শ্রমিকের পরিবার চলে।

news24bd.tv/রিমু