এমপি হারুনের পদত্যাগপত্র গ্রহণ করেননি স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও এমপি হারুনুর রশিদ

এমপি হারুনের পদত্যাগপত্র গ্রহণ করেননি স্পিকার

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের পদত্যাগপত্র গ্রহণ করেননি। স্পিকার বলেছেন, ‘হারুনুর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ইমেইলে। তাঁর সই স্ক্যান করে বসানো হয়েছে। এটা গ্রহণ করা হবে না।

তাঁকে আবার পদত্যাগপত্র দিতে হবে। ’

রোববার (১১ ডিসেম্বর) সকালে বিএনপি নেতারা পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার।

স্পিকার আরও বলেন, ‘বিএনপির সাত জন সংসদ সদস্যের পদত্যাগপত্র হাতে পেয়েছি। এর মধ্যে পাঁচ জন নিজেরাই এসেছিলেন।

বাকি দুজনের একজন অসুস্থ, আরেকজন বিদেশে।  

সংবিধানের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘পদত্যাগপত্র সশরীরে এসে জমা দিতে হবে- এমন কোনো বাধ্যবাধকতা নেই।  যে পাঁচজন পদত্যাগপত্র নিয়ে এসেছেন তাঁদের আসন শূন্য হয়ে গেছে। বাকি দুটি আবেদনের সই যাচাই করা হবে এবং তারাই পদত্যাগপত্র পাঠিয়েছেন কি না, সংসদ সচিবালয় তা খোঁজ নেবে। ’ 

স্পিকার জানান, সংশ্লিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করবে।  

news24bd.tv/ইস্রাফিল