ঘূর্ণিঝড়ে মধ্য আমেরিকায় ২০ জনের মত্যু

সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড়ে মধ্য আমেরিকায় ২০ জনের মত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা, নিকারাগুয়া ও হন্ডুরাসে ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এছাড়া এতে নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার বিবিসি'র এক প্রতিবেদনে জানানো হয়, দেশগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অনেক সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে, বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, কোস্টারিকাতে প্রায় চার লাখ লোক খাবার পানি সংকটে ভুগছে এবং কয়েক হাজার লোককে আশ্রয় কেন্দ্রে রাত কাটাতে হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কোস্টারিকায় ছয়জন, নিকারাগুয়াতে ১১ জন এবং হন্ডুরাসে তিনজন মারা গেছেন।

সম্পর্কিত খবর