বাইরের প্রভাব কিংবা অভ্যন্তরীণ ষড়যন্ত্র কিছু বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশের কাছে মানবাধিকার সব সময়ে সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
রোববার (১১ ডিসেম্বর) বিকেলে মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়া বাইরের প্রভাব বা অভ্যন্তরীণ ষড়যন্ত্র কোনো কিছুতেই বাধাগ্রস্ত হবে না।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে উপস্থিত ছিলেন একাধিক দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী তার বক্তব্যে বলেন, জনগণ ভোটেই ঠিক করবে আমরা মানবাধিকার রক্ষা করতে পেরেছি কিনা।
আইনমন্ত্রী আরও মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের অনেকে মনে করেন সেখানে নির্বাচনে অর্থ প্রভাব বিস্তার করে। বাংলাদেশে সেই পরিস্থিতি চায় না সরকার।
/FA