পর্তুগিজ কোচকে ধুয়ে দিলেন রোনালদোর বান্ধবী

সংগৃহীত ছবি

পর্তুগিজ কোচকে ধুয়ে দিলেন রোনালদোর বান্ধবী

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। তারকাসমৃদ্ধ দল নিয়ে কাতারে পা রাখলেও, মরক্কোর কাছে হেরে বাড়ির পথ ধরেছে দলটি। পর্তুগালের বিদায়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্নও অধরা রয়ে গেল। ৩৭ বছর বয়সী রোনালদো কোনো ঘোষণা না দিলেও, সামনের বিশ্বকাপ যে তিনি আর খেলতে পারবেন না সেটা অনুমেয়ই।

রোনালদো খালি হাতে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় ফুঁসে উঠেছেন তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। পর্তুগালের এই হারের জন্য তিনি দুষছেন কোচ ফার্নান্দো সান্তোসকে। গ্রুপ পর্বের তিন ম্যাচে শুরুর একাদশে থাকলেও রোনালদোকে নকআউট পর্বের দুই ম্যাচের একটিতেও শুরু থেকে খেলাননি সান্তোস। রোনালদো না থাকাতেই মরক্কোর কাছে পর্তুগালের হারতে হয়েছে বলে মত জর্জিনার।

নিজের ইনস্টাগ্রামে জর্জিনা লিখেছেন, ‘তোমার (রোনালদো) বন্ধু ও কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, যাকে তুমি এত সম্মান করো। সেই বন্ধু, যে শেষ পর্যন্ত তোমাকে মাঠে নামাল। তারপর দেখল সব কিছু কেমন বদলে গিয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ’

রোনালদোকে দলের বাইরে রেখে প্রথম ম্যাচে বড় সাফল্যই পেয়েছিল পর্তুগাল। সুইজারল্যান্ডের মতো দলকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল দলটি। তবে শেষ ষোলো থেকে কোয়ার্টার ফাইনালে আসতেই বদলে গেল সমস্ত দৃশ্যপট। এবার রোনালদোকে সাইডবেঞ্চে রেখে বাকিরা করতে পারলেন না কিছুই। রোনালদো নেমেছিলেন দ্বিতীয়ার্ধের শুরুতে। তিনিও বদলি নেমে ভাগ্য পরিবর্তন করতে পারেননি দলের।

তবে জর্জিনার অভিযোগ সান্তোসের সিদ্ধান্তের ডুবেছে পর্তুগাল। তিনি লিখেন, ‘তুমি বিশ্বের সেরা ফুটবলারকে এভাবে অবহেলা করতে পারো না। তোমার দলের সেরা অস্ত্রকেই তুমি বসিয়ে রেখেছো। এটা ঠিক নয়। জীবন আমাদের শিক্ষা দেয়। আমরা হারিনি। আমরা শিখেছি। ’

এর আগেও পর্তুগিজ কোচ সান্তোসকে একহাত নিয়েছিলেন জর্জিনা। সুইজারল্যান্ড ম্যাচে তাকে বেঞ্চে দেখার পর ইনস্টাগ্রামে জর্জিনা লিখেছিলেন, ‘পর্তুগালকে অভিনন্দন; কিন্তু ১১ জন ফুটবলার যখন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য দাঁড়িয়ে, সেই সময় একজনকেই খুঁজছিল সবাই। এটা লজ্জার যে পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারের খেলা পুরো ৯০ মিনিট দেখতে পেল না কেউ। ভক্তরা তোমার জন্য চিৎকার করছিল। তারা দাবি জানাচ্ছিল তোমাকে দেখার। আশা করি ঈশ্বর এবং তোমার বন্ধু ফার্নান্দো এক হবে আর তোমাকে আবার খেলতে দেখব। ’

news24bd.tv/সাব্বির