ফখরুলের বাসা থেকে বেরিয়ে যা বললেন মোশাররফ

খন্দকার মোশাররফ হো‌সেন- ফাইল ছবি।

ফখরুলের বাসা থেকে বেরিয়ে যা বললেন মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

সংসদ বাতিল ও সরকারের পদত্যাগসহ দশ দফা দাবির সাথে একাত্মতা পোষণ করে বিএনপির সাতজন সংসদ সদস্য পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের সাথে দেখা করতে এসে এসব বলেন তিনি। মোশাররফ আরও বলেন, বিএনপি থেকে কাউকে পদত্যাগ করতে বলা হয়নি। আর ৭ জন সদস্য পদত্যাগ করলেই সংসদ অচল হবে না, এটি জানে বিএনপি।

দলটির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ঢাকা সমাবেশ ছিলো বিভাগীয় সমাবেশ। ৯টি সমাবেশের মত এটাও শান্তিপূর্ণ ছিল। ঢাকার সমাবেশকে কেন্দ্র করে পল্টনে দলের নেতাদের গ্রেপ্তার  নজিরবিহীন ঘটনা। জনগণের ভোটের অধিকার আদায়ে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে বিএনপি।

তিনি বলেন, মহাসচিবকে গ্রেপ্তার করলেও জনগণের প্রোগ্রাম জনগণ করবে। সমাবেশ করে কেউ বিশৃঙ্খলা করে না যা গতকাল প্রমাণ হয়েছে। এসময় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান বিএনপির এই নেতা।

/FA