যে কারণে শুধু মেসির ওপর নজর রাখতে নারাজ ক্রোয়েশিয়া কোচ
যে কারণে শুধু মেসির ওপর নজর রাখতে নারাজ ক্রোয়েশিয়া কোচ

সংগৃহীত ছবি

যে কারণে শুধু মেসির ওপর নজর রাখতে নারাজ ক্রোয়েশিয়া কোচ

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপের হট ফেবারিট ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে নাম লিখিয়েছে ক্রোয়েশিয়া। নেইমারদের বিপক্ষে পিছিয়ে পড়েও ক্রোয়াটরা ম্যাচ নিয়ে যায় টাইব্রেকার পর্যন্ত। এরপর ভাগ্য পরীক্ষায় জিতে (৪-২) ব্রাজিলকে নকআউট করে দেয় রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলা দলটি। সেমিফাইনালে ক্রোয়েশিয়া লড়বে আরেক লাতিন পরাশক্তি আর্জেন্টিনার বিপক্ষে।

যে দলে আছেন লিওনেল মেসির মতো বিশ্বসেরা ফুটবলার। তবে ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচের বিশ্বাস, শৃঙ্খলা মেনে খেলতে পারলে আর্জেন্টিনা বাধাও উতরে যাবে তার দল।

আগামী মঙ্গলবার লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে নামবে ক্রোয়েশিয়া। যেখানে একাই পার্থক্য গড়ে দিতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

দালিচ তা জানেন। তবে মেসির জন্যই রক্ষণের সমস্ত শক্তি নষ্ট করতে নারাজ তিনি। ব্রাজিল ম্যাচে নেইমারকে আটকাতে করা পরিকল্পনা নিয়েই আর্জেন্টিনার বিপক্ষে তার দল নামবে বলে আজ সংবাদ সম্মেলনে জানালেন দালিচ, ‘আমাদের মেসিকে পাহারা দিতে হবে, কিন্তু প্লেয়ার-অন-প্লেয়ার (নির্দিষ্ট ফুটবলার) ছকে নয়, যেমনটা আমরা শেষ ম্যাচে করেছি। ’

দালিচের বক্তব্যে স্পষ্ট, ম্যান-মার্ক না করেই আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া। ব্রাজিল ম্যাচের মতো সঠিকভাবে পরিকল্পনা সফল করতে পারলে সেমিফাইনালেও ভয়ের কোনো কারণ দেখছেন না ক্রোয়াট কোচ, ‘আমরা জানি সে (মেসি) কতটা দৌড়ায়, সে বল পায়ে খেলতে কতটা পছন্দ করে। আমাদের রক্ষণভাগের চাবিকাঠি হবে শৃঙ্খলা। ব্রাজিলের বিপক্ষে আমরা যা করেছি, তা যদি আবারও পুনরাবৃত্তি করি, তবে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। ’

আর্জেন্টিনা দলে বেশ কয়েকজন তরুণ, বুদ্ধিদীপ্ত ফুটবলার আছে বলেই দালিচ শুধু মেসির ওপর নজর দিতে নারাজ। তিনি বলেন, ‘আমরা আর্জেন্টিনাকে নিয়ে বিস্তর পর্যালোচনা করবো। কারণ এতদিন আমরা তাদের ওপর সেভাবে নজর দেইনি। মেসি এখনও তাদের আসল ফুটবলার।  সে দারুণ খেলে এবং জাতীয় দলকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু তাদের দলে বেশ কয়েকজন তরুণ, বুদ্ধিমান ফুটবলার আছে যারা বেশ ভয়ংকর। ’

news24bd.tv/সাব্বির