মহাসড়ক আটকে সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

মহাসড়ক আটকে সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি

বেতনের দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকার গোল্ডেন ষ্টীচ গার্মেন্টস এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়,ওই তৈরি পোশাক কারখানায় প্রায় ১৮’শ শ্রমিক কাজ করে আসছিলো দীর্ঘদিন ধরে। পরে নভেম্বর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা আজ দুপুরে কারখানায় উৎপাদন বন্ধ রেখে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার চন্দ্র বলেন কারখানার মালিকের সাথে কথা হয়েছে খুব শিগগিরই শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা এখনও কারখানার ভেতরে অবস্থান করছে।

এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

/FA

এই রকম আরও টপিক