মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প

সংগৃহীত ছবি

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক

দক্ষিণ মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার সকালের ওই ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানী নার্ভাসসহ আশেপাশের অঞ্চল। এসময় আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে রাস্তায় বেড়িয়ে পরে রাজধানীর বাসিন্দারা। এসময় ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.০ মাত্রা।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর কোরাল ফলসো থেকে মাত্র ৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে। অঞ্চলটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অ্যাকাপুলকো এবং জিহুয়াতেনেজোর সৈকত রিসর্টের মধ্যে অবস্থিত।

ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর টুইটারের মাধ্যমে জানিয়েছেন, তাদের নাগরিক প্রতিরক্ষা বিভাগ ক্ষয়ক্ষতি পরীক্ষা করছে।

মেক্সিকো সিটির মেয়র ক্লডিয়া শিনবাউম বলেছেন, রাজধানীতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনার খবর পাওয়া যায়নি।

news24bd.tv/আমিরুল

এই রকম আরও টপিক