এমপিরা কী কী সুবিধা পান
এমপিরা কী কী সুবিধা পান

সংগৃহীত ছবি

এমপিরা কী কী সুবিধা পান

অনলাইন ডেস্ক

একজন সংসদ সদস্যের বেতন কত? তিনি কী কী সুবিধা পান—এ বিষয়গুলো জানার আগ্রহ নেই এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তবে বিএনপির ৭ জন সংসদ সদস্য গত রোববার (১১ ডিসেম্বর) জাতীয় সংসদ থেকে পদত্যাগের পর এই প্রশ্নগুলো মানুষের মধ্যে বেশি বেশি দেখা দিচ্ছে। সংসদ থেকে পদত্যাগের ফলে তাঁরা আসলে কী কী সুবিধা হারাচ্ছেন তা জানার আগ্রহ বেড়েছে মানুষের মাঝে।   

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একজন সংসদ সদস্যের মাসিক বেতন ৫৫ হাজার টাকা, নির্বাচনী এলাকার ভাতা প্রতিমাসে ১২ হাজার ৫০০ টাকা।

সম্মানী ভাতা মাসে ৫ হাজার, শুল্কমুক্তভাবে গাড়ি আমদানির সুবিধা (এনবিআর বলতে পারে। )
আরও সুবিধার মধ্যে রয়েছে— মাসিক পরিবহন ভাতা ৭০ হাজার টাকা, নির্বাচনী এলাকায় অফিস খরচের জন্য প্রতিমাসে ১৫ হাজার টাকা, প্রতিমাসে লন্ড্রি ভাতা ১ হাজার ৫০০ টাকা, মাসিক ক্রোকারিজ, টয়লেট্রিজ কেনার জন্য ভাতা ৬ হাজার টাকা, দেশের অভ্যন্তরে বার্ষিক ভ্রমণ খরচ ১ লাখ ২০ হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল বার্ষিক ৫ লাখ টাকা, বাসায় টেলিফোন ভাতা বাবদ মাসে ৭ হাজার ৮০০ টাকা। এছাড়া সংসদ সদস্যদের জন্য সংসদ ভবন এলাকায় এমপি হোস্টেল আছে।

২০১৫-২০১৯ সাল পর্যন্ত একজন সংসদ সদস্যের স্থানীয় উন্নয়ন তহবিল প্রতিবছর চার কোটি টাকা থোক বরাদ্দ ছিল।

এর বাইরে শুধু বিএনপির রুমিন ফারহানা প্লটের জন্য ২০১৯ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তবে পরে সে আবেদন তিনি প্রত্যাহার করেন।

news24bd.tv/ইস্রাফিল