ক্রিপ্টো এক্সচেঞ্জ এফটিএক্সের প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রাইডকে গ্রেপ্তার করেছে বাহামা পুলিশ। দেশটির অ্যার্টনি জেনারেলের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
বাহামাস কর্তৃপক্ষ বলছে, যুক্তরাষ্ট্র তরফ হতে ব্যাংকম্যানের বিরুদ্ধে একটি মামলার নথি তাদের হাতে এসেছে। এর প্রেক্ষিতেই এফটিএক্সের প্রতিষ্ঠাতাকে গ্রেপ্তার করা হয়।
ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল মুদ্রাবাজারে এক বৈপ্লবিক নাম। আর এফটিএক্স হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ। প্রতিদিন প্রায় এক হাজার কোটি মার্কিন ডলারের এফটিএক্সের ক্রিপ্টো কয়েন লেনদেন হতো। গত মাসে এফটিএক্স যুক্তরাষ্ট্রে ‘চ্যাপ্টার ১১ দেউলিয়া’ সুরক্ষার জন্য ফাইল দাখিল করেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের ম্যানহাটন অঙ্গরাজ্যের অ্যার্টনি জেনারেলের অফিস থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের অনুরোধের প্রেক্ষিতে সোমবার বিকেলের দিকে ব্যাংকম্যানকে বাহামা কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে নিউইয়র্কের উত্তরের জেলার একটি আদালতে অভিযোগ আনা হয়।
বাহামা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, নাসাউয়ুর আলবানির অ্যাপার্টমেন্ট থেকে সোমবার সন্ধ্যা ৬টার দিকে ব্যাংকম্যানকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের আইন বিরোধী বিভিন্ন আর্থিক অপরাধের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে বাহামাও যুক্তরাষ্ট্রের আইন অনুসরণ করে। মঙ্গলবার নাসাউয়ুর একটি আদালতে তাকে তোলা হবে।
গত ১১ নভেম্বর দেউলিয়া সুরক্ষার জন্য মার্কিন আদালতের দ্বারস্থ হন এফটিএক্স কর্তৃপক্ষ। তিন দিনে বিনিয়োগকারীদের ৬০০ মার্কিন ডলার তুলে নেওয়া ও প্রতিপক্ষ বাইন্যান্স চুক্তি থেকে সরে আসায় এমনটা করতে বাধ্য হয়েছে এফটিএক্স। ঠিক সেই সময়েই এফটিএক্সের প্রধান নির্বাহী থেকে সরে দাঁড়ান স্যাম ব্যাংকম্যান।
গত মাসে আদালতে দায়ের করা তথ্যানুযায়ী, এফটিএক্স তার ৫০টি বৃহত্তম ঋণদাতাদের কাছে প্রায় ৩০১ কোটি ডলার পাবে।
চলতি বছরের মে মাস থেকে ক্রিপ্টোকারেন্সির বাজারে মন্দাভাব শুরু হয়। ২০২২ সালে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম কমেছে ৬০ শতাংশ পর্যন্ত। অন্যসব ভার্চুয়াল মুদ্রার অবস্থাও শোচনীয়।
news24bd.tv/মামুন