বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। চলতি মাসের ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম উপকূল ও খুলনা বিভাগের স্থলভাগে আঘাত হানতে পারে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান।বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া.কমের প্রধান আবহাওয়াবিদের দায়িত্বে আছেন তিনি। তার দেওয়া তথ্য মতে, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি। এই ঘূর্ণিঝড়ের নাম শ্রীলঙ্কার প্রস্তাবিত। ফেসবুক পোস্টে পলাশ জানান, মে মাসের ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এই পোস্টের সঙ্গে একটি ফটোকার্ড শেয়ার করেছেন আবহাওয়াবিদ পলাশ। এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে...
সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
অনলাইন ডেস্ক

রাতের আঁধারে অধ্যাদেশ জারির প্রতিবাদ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের
নিজস্ব প্রতিবেদক
মধ্যরাতে অধ্যাদেশ জারি করে বিলুপ্ত করা হয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে ক্ষুব্ধ কাস্টমস ও ট্যাক্স কর্মকর্তারা। তারা বলছেন, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির প্রতিবেদনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে এই অধ্যাদেশ জারীর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। যেখানে অংশ নিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড ও এর আওতাধীন সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। অবস্থান কর্মসূচি থেকে সংবাদ সম্মেলনে তারা জানান, আগামী ১৪ মে সকাল ১০টা থেকে ১টা, ১৫ ও ১৭ মে ১০টা থেকে ৩টা পর্যন্ত এনবিআরের সংশ্লিষ্ট সকল দপ্তরের কলম বিরতি পালন করা হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি ও বাজেট কার্যক্রম চলমান থাকবে। আরও পড়ুন সরকার কেন জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দিচ্ছে? ১৩ মে, ২০২৫ যদিও এনবিআর ভাঙার কারণ হিসেবে সরকার...
টেকসই ও কার্যকরী হলে মানবিক করিডরের উদ্যোগ ভালো: জাপান রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক

মানবিক করিডর যদি টেকসই ও কার্যকরী হয় তাহলে এই উদ্যোগকে ভালো বলেছেন জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি। তিনি বলেন, জাতিসংঘের উদ্যোগের বিষয়ে পর্যবেক্ষণ করছে জাপান। তারা জাতিসংঘের পক্ষে। মঙ্গলবার (১৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে শিনইচি বলেন, প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফরে দুদেশের দ্বিপাক্ষিক বিষয়গুলো প্রাধান্য পাবে। সফরে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে কথা হবে এই সফরে। রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের দ্বিতীয় ও ৩য় মেট্রোরেল লাইন করার বিষয়ে জাপানের আগ্রহ রয়েছে। আগামী ১৫ মে টোকিওতে বাংলাদেশ জাপান ৬ষ্ঠ ফরেন অফিস কনসালটেন্সি অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান উপদেষ্টা যোগ দেবেন। news24bd.tv/FA
নির্বাচন দিতে বিলম্ব হলে বিদেশি শক্তি সুযোগ পাবে: সিপিবি
নিজস্ব প্রতিবেদক

কাঠামোগত পরিবর্তনের জায়গাগুলোকে সুনির্দিষ্ট করে তা বাস্তবায়নের পথ খুঁজে বের করে তার বাস্তবায়নই কমিশনের প্রধান কাজ বলে মত দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। মঙ্গলবার (১৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি- সিপিবির সাথে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। আর প্রয়োজনীয় সংস্কার শেষে সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান বাংলাদেশ কমিউনিস্ট পার্টির। বিদেশি শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সংস্কারের নামে নির্বাচন দিতে বিলম্ব হলে তারা সুযোগ পাবে বলেও সতর্ক করে দলটি। ১৬৬টি সংস্কার প্রস্তাবনার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার বিষয়ে এখন পর্যন্ত ৩২টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে কমিশন। এরই অংশ হিসেবে সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ কমিউনিস্ট...