আমি ইন্ডাস্ট্রির সিন্ডিকেট গেমের জন্য ক্লান্ত এবং অসুস্থ : দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি

আমি ইন্ডাস্ট্রির সিন্ডিকেট গেমের জন্য ক্লান্ত এবং অসুস্থ : দীঘি

অনলাইন ডেস্ক

ঢাকাই সিনেমার উঠতি নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ইতোমধ্যে তার অভিনীত 'তুমি আছো তুমি নেই', 'টুঙ্গিপাড়ার মিয়াভাই' সিনেমা দু'টি মুক্তি পেয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'বঙ্গবন্ধু'তেও দেখা যাবে তাকে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন দীঘি।

স্ট্যাটাসে ঢাকাই সিনেমার ইন্ডাস্ট্রিতে তার সঙ্গে ঘটে যাওয়া গত তিন বছরের তীক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।

সবশেষ মুম্বাই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং শেষ করে দেশে ফিরে আসেন দীঘি। হঠাৎ করেই ক্ষোভ ঝাড়লেন এই নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ইংরেজিতে দেওয়া এক পোস্টে বলেন, 'আমি যে ৩ বছরের বেশি সময় ধরে এই ক্ষোভ নিজের মধ্যে ধরে রেখেছি এটা সবাই জানে।

আমি শুধুমাত্র এই ইন্ডাস্ট্রির সিন্ডিকেট গেমের জন্য ক্লান্ত এবং অসুস্থ। '

দীঘির পুরো ইংরেজি স্ট্যাটাসটি বাংলা অর্থ করলে দাঁড়ায়, 'আমি প্রায়শই অনেক লোকের পোস্ট দেখি সেখানে নতুন কাস্ট নেওয়া হয়। এটা দেখে আমি হাসি। কারণ, অন্যদের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। যারা ইন্ডাস্ট্রিতে নতুন কাজ পাচ্ছেন এবং সেখানে যাত্রা শুরু করছেন। আমি সেইসব ভুয়া মানুষদের জন্য ক্লান্ত। যারা আমাকে মিথ্যা আশা দিয়েছে এবং দিন শেষে আমাকে অপমান করেছে। '

তিনি বলেন, 'অন্যান্য বিশ্বের ইন্ডাস্ট্রির থেকে আমাদের ইন্ডাস্ট্রির লোকেরা সবচেয়ে বেশি নিষ্ঠুর। এতে আমার কোনো অনুশোচনা নেই। কারণ, আমি আমার দক্ষতা এবং আমার পরিবার এবং বন্ধুদের প্রার্থনায় বিশ্বাস করি। যারা আমাকে সত্যিই প্রশংসা করেন, ভালোবাসেন। আমি শুধু আল্লাহকে বিশ্বাস করি। আমার এই লেখার ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। আমি এসবে ভুক্তভোগী, আর তা সবাই জানে। আমি যে ৩ বছরের বেশি সময় ধরে এই ক্ষোভ নিজের মধ্যে ধরে রেখেছি এটা সবাই জানে। আমি শুধুমাত্র এই ইন্ডাস্ট্রির সিন্ডিকেট গেমের জন্য ক্লান্ত এবং অসুস্থ। '

তার দীর্ঘ এই স্ট্যাটাসের কমেন্ট বক্সে ভক্তরা স্বান্তনা দিয়েছেন।  

news24bd.tv/রিমু