রমজানে ঋণপত্র খোলা স্বাভাবিক রাখার দাবি ব্যবসায়ীদের

হোসাইন শাহাদাত

রমজানে নিত্য পণ্যের সরবরাহ ঠিক রাখতে ঋণপত্র খোলা স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে এ দাবি জানান তারা। সেই সাথে আগামী জুন পর্যন্ত ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধির দাবি তাদের। ব্যবসায়ীদের এসব দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর।

ডলার সংকটের কারণে আমদানি সংকুচিত হওয়ায় ঋণপত্র খোলায় সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। এতে আসন্ন রমজানে খাদ্য সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নিত্য পণ্যের সরবরাহ ঠিক রাখতে প্রয়োজনে রিজার্ভ থেকে ডলার দিয়ে হলেও এসব পণ্যের আমদানি স্বাভাবিক রাখার দাবি ব্যবসায়ীদের।

চলমান অর্থনৈতিক সংকটের কারণে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার আশংকা করছেন ব্যবসায়ীরা।

তাই ঋণ পরিশোধের সময়সীমা আগামী জুন পর্যন্ত বাড়ানোর দাবি তাদের। সেই সাথে আমদানি ও রপ্তানি পর্যায়ে ডলারের একক দাম নির্ধারণ চান ব্যবসায়ীরা।

তাদের এসব দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

বৈঠকে ঋণের বিপরীতে সুদ হারের বিদ্যমান সীমা তুলে না নেয়ার দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা। এফবিসিসিআই ছাড়াও বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ'র প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

news24bd.tv/রিমু