সেমিফাইনালের আগে অনুশীলনে সবার নজর মেসির দিকে
সেমিফাইনালের আগে অনুশীলনে সবার নজর মেসির দিকে

সংগৃহীত ছবি

সেমিফাইনালের আগে অনুশীলনে সবার নজর মেসির দিকে

অনলাইন ডেস্ক

সৌদি আরবের বিপক্ষে হারের পর কাতারে একের পর এক জয় তুলছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে ইতোমধ্যেই নিশ্চিত করেছে সেমিফাইনাল। অর্থাৎ স্বপ্নের বিশ্বকাপ ট্রফি থেকে আর মাত্র ২ ম্যাচ দূরে আর্জেন্টিনা। তার আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল পরীক্ষায় নামবে মেসিরা।

ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে স্কালোনির দল। যেখানে সবার নজর ছিল দলের সেরা তারকা লিওনেল মেসির দিকে।

মঙ্গলবার লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সোমবার মেসিদের অনুশীলন দেখতে ভিড় জমিয়েছিল ৪০০ সাংবাদিক। যাদের সবাই পাখির চোখ করে রেখেছিল রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে।

মেসির দিকে নজর থাকাটাই স্বাভাবিক। চলতি বিশ্বকাপে সেরকমই পারফর্ম করছেন মেসি। নিজে যেমন গোল করছেন তেমনি ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বল বাড়িয়ে দিয়ে সতীর্থদের দিয়ে গোল আদায় করছেন মেসি। রয়েছেন দারুণ ছন্দে। এরইমধ্যে আসরে ৪ গোল দিয়ে রয়েছেন গোল্ডেন বুটের দৌড়ে। তবে মেসির লক্ষ্যটা আরো বড়; বিশ্বকাপ ট্রফি জেতা। সেই লক্ষ্য পূরণেই রাতে আরও একবার মাঠে নামবেন তিনি। যেখানে তার দিকে তাকিয়ে বিশ্বের কোটি ফুটবল সমর্থক।

ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে এদিন নতুন এক রেকর্ড গড়বেন আর্জেন্টাইন মহাতারকা। মাঠে নামলেই বিশ্বকাপে খেলা সর্বোচ্চ ২৫ ম্যাচের রেকর্ড হবে তার। এর আগে দীর্ঘদিন এই রেকর্ডের মালিক ছিলেন জার্মানির কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথাউসের। তার ম্যাচ সংখ্যাও ২৫। এ ম্যাচে জয় পেলে অবধারিত ভাবে সবাইকে ছাড়িয়ে নতুন রেকর্ডের মালিক হবেন মেসি।

মাঠে নামার আগে বেশ হাস্যজ্জল দেখা গেছে মেসিকে। সতীর্থদের সাথে সময়টা দারুণ উপভোগ করছেন তিনি। চোখে মুখে একটুও ক্লান্তির ছাপ নেই। দেখে মনে হচ্ছে বেশ নির্ভার রয়েছেন তিনি। আর্জেন্টিনার প্রত্যাশাও তেমনই। মেসিকে নির্ভার রাখতে চান দলের ফুটবলাররা। আর সেটি যে প্রতিপক্ষের জন্য কতটা ভয়ংকর; সময়ই বলে দেবে তা।

news24bd.tv/আমিরুল