প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেশী শক্তির রাজনীতিতে নয়, জনগণের রাজনীতিতে বিশ্বাস করেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশে অন্ধকার নেমে আসবে, দেশের মানুষ অন্ধকারে যাবে না।
মন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে সংকট চলছে। বাংলাদেশে এজন্য কিছু জিনিসের দাম বাড়ছে, তারপরও শেখ হাসিনা চেষ্টা করেন নিয়ন্ত্রণের।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
news24bd.tv/হারুন