কাশ্মীরে ওআইসি মহাসচিবের সফর, ভারতের নিন্দা

সংগৃহীত ছবি

কাশ্মীরে ওআইসি মহাসচিবের সফর, ভারতের নিন্দা

অনলাইন ডেস্ক

পাকিস্তান শাসিত কাশ্মীরে ওআইসি মহাসচিব হুসাইন ব্রাহিম ত্বহার সফর এবং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ অঞ্চল সম্পর্কিত কোনো হস্তক্ষেপের অধিকার ওআইসির নেই। ওআইসি মহাসচিবের আজাদ কাশ্মীর সফরের প্রতিক্রিয়ায় অরিন্দম বাগচি বলেন, ওআইসি এবং এর মহাসচিবের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

তিনি বলেন, ওআইসি ইতোমধ্যে এই ইস্যুতে ‘সুস্পষ্টভাবে সাম্প্রদায়িক, পক্ষপাতদুষ্ট এবং বাস্তবিকভাবে ভুল পদ্ধতি’ গ্রহণ করে তার ‘বিশ্বাসযোগ্যতা’ হারিয়েছে।

উল্লেখ্য, ওআইসি মহাসচিব হুসাইন ব্রাহিম ত্বহা ১০-১২ ডিসেম্বর ইসলামাবাদ ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর সফর করেন।

news24bd.tv/হারুন