গত আইপিএলে দল পাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন আইপিএলের নিলামে অবশ্য নাম আছে তার। সাকিব ছাড়াও মিনি আইপিএলে থাকবে বাংলাদেশের আরও তিন ক্রিকেটারের নাম। ওপেনার লিটন দাস, মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন এবং পেসার তাসকিন আহমেদ আছেন ৪০৫ জনের তালিকায়।
আইপিএলের পরের আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে মুস্তাফিজুর রহমানের খেলা নিশ্চিত। তাকে ধরে রেখেছে তার দল দিল্লি ক্যাপিটালস। এদিকে নিলামে বাংলাদেশের টি২০ ও টেস্ট অধিনায়ক সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে দেড় লাখ রুপি (প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা)।
গত ১ ডিসেম্বর মোট ৯৯১ জন খেলোয়াড়কে আইপিএলের পরবর্তী নিলামের প্রাথমিক তালিকায় রাখার ঘোষণা দিয়েছিল বিসিসিআই। সেখানে বিদেশি ক্রিকেটার ছিলেন ২৭৭ জন। বিসিসিআই জানিয়েছে, শুরুতে ১০ দল ৩৬৯ জনের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করেছিল। এরপর দলগুলোর অনুরোধে সেই তালিকায় আরও ৩৬ ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়। এ ৪০৫ জন ক্রিকেটারকে নিয়ে আইপিএলের পরবর্তী আসরের নিলাম অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর কোচিতে।
নিলামের চূড়ান্ত তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে ২৭৩ জন স্থানীয়। বাকি ১৩২ জন বিদেশি ক্রিকেটার, যাদের মধ্যে চারজন সহযোগী দেশগুলোর। তালিকায় ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১১৯ জন। ১০টি দল নিলাম থেকে নিতে পারবে সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটারকে। তবে নিলামে দল পাবেন সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটার।
news24bd.tv/সাব্বির