‘আর্জেন্টিনা হারবে’

‘আর্জেন্টিনা হারবে’

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপে মাঠ ও মাঠের বাইরে হট কেক হয়ে ধরা দিচ্ছেন সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নল। পোশাকের ওপর আয়োজক দেশ কর্তৃক আরোপিত বিধি নিষেধও থামাতে পারছে না তাকে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমালোচকরাও লেগে আছেন তার পেছনে। এদিকে এই ক্রোয়েশিয়ান সুন্দরী লেগেছেন আর্জেন্টিনা ফুটবল দলের পেছনে।

 

আজ ১৩ ডিসেম্বর দিবাগত রাত একটায় আর্জেন্টিনা ফুটবল দল মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই বৈতরণী পাড়ি দিতে পারলেই ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে আর্জেন্টিনা। কিন্তু এমনটা মোটেই চাইছেন না ইভানা। ফাইনালে ক্রোয়েশিয়াকে দেখতে চাচ্ছেন তিনি।

নিজের সেই মত প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে। ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা হারবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

ইভানা আজকের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করে ভিডিও পোস্ট করেছে ইনস্টাগ্রামে। ভিডিওতে দেখা গেছে, আর্জেন্টিনা ও ক্রোয়াশিয়ার জার্সি পড়া দুই তরুণ ঘণ্টা হাতে দাঁড়িয়ে। আর ইভানার কিক করা বল ভেদ করছে নিঁখুত নিশানা। ভিডিওটির শেষ অংশে লেখা, ‘ক্রোয়াশিয়া জিতবে শিওর। ’ ক্যাপশনে লিখেছেন, ‘আর্জেন্টিনা ও ক্রোয়াশিয়ার সেমিফাইনালে আমার ভবিষ্যদ্বাণী। ’

পাশাপাশি ক্রোয়েশিয়া ফুটবল দলকে উদ্বুদ্ধ করতে নিজের ইনস্টাগ্রামে সরব রয়েছেন ইভানা। নিয়মিত টিপ্পনী কেটে চলেছেন মেসিদের। বিভিন্ন সময় তির্যক বাক্যবাণে জর্জরিত করছেন, দেখাচ্ছেন গোলের ভয়।

ইনস্টাগ্রামে এক পোস্টে লাল-সাদা চেকের ক্রপ টপে ঝুঁকে পড়া ছবি দিয়েছেন ইভানা। ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে শুনতে দাও আর্জেন্টিনার জালে আগামীকাল (মঙ্গলবার) কত গোল ঢুকবে? একটি অনুমান করে নিন। ’

আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া— উভয় দলের সমর্থকরাই ইভানার ওই পোস্টে ভিড় করেছেন। ক্রোয়েশিয়ার এক সমর্থক তার তার প্রশংসা করে লিখেছেন, ‘আমার মনে হচ্ছে তুমি তো আর্জেন্টিনার বেঞ্চ জ্বালিয়ে ছারখার করে দেবে। ’

অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকরা পাল্টা জবাব দিয়েছেন ইভানাকে। এক মেসিভক্ত লিখেছেন, ‘টিস্যু রেডি রেখো, কারণ আগামীকাল ক্রোয়েশিয়ানদের অশ্রু ঝরবে। ’

অন্য একজন লিখেছেন, ‘লুকা মদ্রিচ অ্যান্ড কোং-এর বিরুদ্ধে লা আলবিসেলেস্তে ৩-১ গোলের জয় নিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে উঠবে। ’

বিশ্বকাপের এবারের আসরের শুরু থেকেই খোলামেলা পোশাকের কারণে আলোচনায় রয়েছেন ইভানা। পোশাকবিধি লঙ্ঘন করায় তার গ্রেফতার হওয়ারও সম্ভবনা ছিল। তবে এসবে তিনি ভীত হননি।

এ প্রসঙ্গে ইভানা জানিয়েছিলেন, তিনি গ্রেফতার হওয়া নিয়ে ভীত নন। কারণ তার দ্বারা অন্যের ক্ষতি হচ্ছে না। এই মডেল আরও জানান, কাতারবাসী মোটেও তাকে ঘৃণা করছে না। বরং তারা তার সঙ্গে ছবি তুলে আনন্দিত হচ্ছেন। তাকে যদি নেতিবাচকভাবেই দেখত তাহলে তারা এভাবে তার সঙ্গে মিশত না।
 

এই রকম আরও টপিক