আমরা ক্লান্ত ছিলাম কিন্তু মনোবল হারায়নি: মেসি
আমরা ক্লান্ত ছিলাম কিন্তু মনোবল হারায়নি: মেসি

সংগৃহীত ছবি

আমরা ক্লান্ত ছিলাম কিন্তু মনোবল হারায়নি: মেসি

অনলাইন ডেস্ক

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে দুর্বার গতিতে ছুটছেন লিওনেল মেসি। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ২০১৪ সালের পর আরও একবার দলকে নিয়ে গেছেন স্বপ্নের বিশ্বকাপ ফাইনালে। এখন অপেক্ষা শেষটা রাঙিয়ে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরা। দীর্ঘ বছর মনের গহীন কোনে লালন করে আসা সেই বাসনাকে সত্যিতে রূপান্তর করা।

আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা ঘুচাতে ছুটছেন মেসি। নিজে যেমন গোল করছেন তেমনি সতীর্থদের দিয়ে গোল আদায় করে নিচ্ছেন এলএম১০। চলতি আসরে এখন পর্যন্ত ৫ গোল করেছেন মেসি। যা তার দলকে ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছে।

যেভাবে ছুটছেন মেসি। তাতে মনে হচ্ছে বিশ্বকাপ উঁচিয়ে ধরা এখন সময়ের ব্যাপার। দারুণ জয়ের পর মেসিও জানিয়েছেন তেমনটিই।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর মেসি বলেন, ‘এই জয় আমি অনেক উপভোগ করছি। সত্যিই বেশ ভাল অনুভব করছি, আমি প্রতিটি ম্যাচে মুখোমুখি হওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী বোধ করছি। আগের ম্যাচটি একটি বড় ত্যাগ ছিল। আজ আমরা ক্লান্ত ছিলাম কিন্তু জয়ের জন্য মনোবল হারায়নি। আমরা খুব ভাল খেলেছি, আমরা এইভাবে খেলতে পছন্দ করেছি। কারণ, আমরা জানতাম যে তাদের কাছে বল থাকবে না। আমরা জানতাম আমাদের দৌড়াতে হবে। আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। এই বিশ্বকাপে আমি খুব খুশি বোধ করছি দলকে সাহায্য করতে পেরে। ’

তিনি আরো বলেন, ‘আর্জেন্টিনা আরও একবার বিশ্বকাপ ফাইনালে, উপভোগ করুন। আমার মনে এখন অনেক কিছুই খেলে যাচ্ছে, এমন কিছু দেখাটা সত্যি রোমাঞ্চকর। এই খেলোয়াড়দের দেখা, পুরো বিশ্বকাপজুড়ে পরিবারের ছোঁয়া পাওয়াটা অবিশ্বাস্য। আমরা এখন শেষ ম্যাচে খেলতে যাচ্ছি, যা আমরা চেয়েছিলাম। ’

উল্লেখ্য, সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা দলটাই এখন বিশ্বকাপের ফাইনালে। রোববারের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচে জয়ী দল। তবে আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশা সব ছাপিয়ে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরুক মেসি।

news24bd.tv/আমিরুল