মেসির নেতৃত্বে আরও একবার স্বপ্নের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। এখন অপেক্ষা দীর্ঘ শিরোপা খরা কাটানো। সব ঠিক থাকলে রোববার ফাইনালে হয়তো সেটিও করে দেখাবেন মেসি। মেসি উঠে যাবেন আরও একধাপ উপরে।
২০১৪ বিশ্বকাপের ফাইনাল ও ২০১৫ কোপা আমেরিকার ফাইনালে হারের পর ভেঙে পড়েছিলেন মেসি।
ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর আনন্দে চোখের জল ধরে রাখতে পারেননি স্কালোনি। কথা বলেছেন পছন্দের শিষ্য মেসিকে নিয়ে। জানিয়েছেন মেসির হাতে একটা বিশ্বকাপ ট্রফি তুলে দিতে কতটা উদগ্রীব তার দল।
স্কালোনি বলেন, ‘আমি মেসিকে প্রশিক্ষণ দিতে পেরে এবং খেলতে দেখেতে পেরে সম্মানিত বোধ করছি। তাকে খেলতে দেখা তার সতীর্থ, ভক্ত এবং সমগ্র বিশ্বের জন্য অনুপ্রেরণার একটি বিশাল উৎস। আমাদের এই বিশ্বকাপটি তার জন্য। তাকে বিশ্বকাপ এনে দিতে দলের বাকিদের জন্য এটি একটি মিশনের মতো। ’
চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করছেন মেসি। এরইমধ্যে করে ফেলেছেন ৫টি গোল। রয়েছেন গোল্ডেন বুটের দৌড়ে। তবে মেসির লক্ষ্যটা আরও বড়। অধরা বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে চান তিনি। সেই লক্ষ্যেই আগামী ১৮ ডিসেম্বর মাঠে নামবে তার দল।
news24bd.tv/আমিরুল