সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়াই আমাদের অঙ্গীকার: ওবায়দুল কাদের
সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়াই আমাদের অঙ্গীকার: ওবায়দুল কাদের

বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়াই আমাদের অঙ্গীকার: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক

স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পাকিস্তানি বাহিনী, তাদের দোসররা একাত্তরে পরাজিত হলেও সেই পরাজয়ের প্রতিশোধ নিতে আবারও সক্রিয়। জঙ্গিবাদী, সাম্প্রদায়িকতা, সেই পরাজিত শক্তি আবারও প্রতিশোধ নিতে চাইছে। এই বাংলার সাম্প্রদায়িক মানবতাকে মুক্তিযুদ্ধের চেতনায় ও স্বাধীনতার আদর্শে এই অপশক্তিতে রুখে দেওয়াই আজকের দিনে আমাদের অঙ্গীকার।

’ 

বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।   

বিদেশে পলাতক থাকায় বুদ্ধিজীবী হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত একাধিক আসামির রায় ৯ বছরেও কার্যকর হয়নি। তবে তাদের ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সরকারের স্বদিচ্ছা ও আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা দেশের বাইরে আছে, তাদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে।

সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সদিচ্ছা ও আন্তরিকতার ঘাতটি নেই। বিদেশে অনেক আইনি প্রতিবন্ধকতা আছে। তারপরও আমাদের চেষ্টার কমতি নেই। ’

তিনি বলেন, ‘স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে আমাদের শ্রেষ্ঠ সন্তানদের ধরে নিয়ে গুম করে হত্যা করা হলো। আজকের এই দিনে সেই সব শহীদদের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা। ’

এর আগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টার দিকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
   
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়।  

১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।  

news24bd.tv/ইস্রাফিল