জানাজার নামাজে মহানবী (সা.) যে দোয়া পড়তেন

সংগৃহীত ছবি

জানাজার নামাজে মহানবী (সা.) যে দোয়া পড়তেন

অনলাইন ডেস্ক

কোনো মুসলিম মারা গেলে তাকে কাফন পরিয়ে জানাজার নামাজের ব্যবস্থা করা অন্য মুসলিমদের কর্তব্য। জানাজার নামাজে মৃত ব্যক্তির কল্যাণ চেয়ে রাসুল (সা.) নিম্নের দোয়াটি করতেন : 

اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا. اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلاَمِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ، اللَّهُمَّ لاَ تَحْرِمْنَا أَجْرَهُ، وَلاَ تُضِلَّنَا بَعْدَهُ

উচ্চারণ : আল্লাহুম্মাগ ফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা, ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা, ওয়াজাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়ালা তুদিল্লানা বাদাহু।

অর্থ : ‘হে আল্লাহ, আমাদের জীবিত-মৃত, ছোট-বড়, পুরুষ-নারী এবং উপস্থিত-অনুপস্থিত সবাইকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদের মধ্যে আপনি যাকে জীবিত রাখবেন তাকে ইসলামের ওপর রাখেন। এবং আমাদরে মধ্যে যাকে মৃত্যু দেবেন তাকে ঈমানের সঙ্গে মৃত্যু দিন। হে আল্লাহ, এর সওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না।

এরপর আমাদেরকে পথভ্রষ্ট করবেন না। ’ 

হাদিস : আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) উল্লিখিত দোয়াটি জানাজার নামাজে পড়তেন। (আবু দাউদ, হাদিস নং : ৩২০১, তিরমিজি, হাদিস নং : ১০২৪) 

news24bd.tv/ইস্রাফিল