তৃপ্তি নিয়েই দুপুরের খাবার খেয়েছেন তাইজুলরা
তৃপ্তি নিয়েই দুপুরের খাবার খেয়েছেন তাইজুলরা

সংগৃহীত ছবি

তৃপ্তি নিয়েই দুপুরের খাবার খেয়েছেন তাইজুলরা

অনলাইন ডেস্ক

ভারতকে বেশ চেপে ধরেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে প্রথম সেশনেই তুলে নিয়েছে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট। তাইজুল ইসলামের আগ্রাসী বোলিংয়ের সামনে মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারেনি ভারতীয় ব্যাটাররা। তৃপ্তি নিয়েই দুপুরের খাবার খেয়েছেন তাইজুলরা।

মধ্যহ্নভোজ শেষে খেলা শুরু হয়েছে আবার।

এই মুহুর্তে ভারতীয়দের সংগ্রহ ৯০ রানে ৩ উইকেট। ক্রিজে আছেন চেতেশ্বর পূজারা ও রিশভ পান্ত।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুভমান গিলকে ফিরেয়ে দিনের শুরটা করেছিলেন তাইজুল।

এরপর দ্রুতই ফিরে গেছেন লোকেশ রাহুল ও ভারতীয় ব্যাটিংয় লাইনআপের স্তম্ভ বিরাট কোহলি। তাইজুলের বলে ১ রান করেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। এই মুহূর্তে বাংলাদেশি বোলিংয়ের সামনে চাপে ভারত।

এদিন টসে জিতে ব্যাটিংয়ে এসে ভালোই জবাব দিচ্ছিল ভারত। তবে বিপত্তি বাধে ইনিংসের ১৪ তম ওভারে। দলীয় ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। শুভমান গিলের উইকেট তুলে নেন তাইজুল। পরের ৭ রানের মাথায় ফিরে যান আরও দুই ব্যাটার। ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলকে ২২ রানে ফেরান খালেদ আহমেদ। খানিক পর বিরাট কোহলিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল।

এরপর উইকেটে এসে খানিকটা চড়াও হন রিশভ পান্ত। দ্রুত রান তুলেন তিনি। এই মুহুর্তে ৩১ বল থেকে ২৮ রানে ক্রিজে আছেন তিনি।

এদিন ম্যাচের শুরু থেকে দারুণ খেলা শুভমান গিলকে চেপে বসতে দেননি তাইজুল। বিপদ বাড়ার আগেই ফিরিয়েছেন তাকে। তাইজুলের বলে ৪০ বল থেকে ২০ রান করে ইয়াসির আলির হাতে তালুবন্দি হন তিনি। প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।

news24bd.tv/আমিরুল