ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে ৬.৫৪৭ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা। এসব স্বর্ণের মূল্য প্রায় চার কোটি ৫০ লাখ টাকা। স্বর্ণ জব্দের ঘটনায় আটক করা হয়েছে ৮ জনকে।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ডিজির নির্দেশনা ও উপ-পরিচালক শাকিল খন্দকার ও আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে (ট্রেন নং-৩১১০) অভিযান চালানো হয়।
কাস্টম কর্তৃপক্ষ আরও জানায়, জব্দ করা স্বর্ণের বারগুলো কাস্টম হাউস, ঢাকায় জমা দেওয়া হবে। এ বিষয়ে কাস্টমস অ্যাক্ট ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
news24bd.tv/ইস্রাফিল