'বেশরম রং' প্রকাশ হতেই সমালোচনার মুখে দীপিকা!
'বেশরম রং' প্রকাশ হতেই সমালোচনার মুখে দীপিকা!

সংগৃহীত ছবি

'বেশরম রং' প্রকাশ হতেই সমালোচনার মুখে দীপিকা!

অনলাইন ডেস্ক

প্রায় পাঁচ বছর পর 'পাঠান' সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। ইতোমধ্যে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটির প্রথম গান 'বেশরম রং' মুক্তি পেয়েছে। গানটি মুক্তির পর সমালোচনার মুখে পড়েছেন দীপিকা।

'বেশরম রং' ভিডিওটিতে দীপিকাকে কখনও বিকিনি স্যুট পরে, কখনও বা মনোকিনি পোশাকে দেখা গেছে।

অভিনেত্রীর এই প্রথম লাস্যময়ী ভঙ্গিতে নাচ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

হিন্দি গানটি শুনে অনেকেই মন্তব্য করেছেন, স্প্যানিশ গানের ধাঁচে বানানো হয়েছে এটি। আবার গানের প্রথম দিকের লাইনগুলিও পুরনো একটি হিন্দি গান থেকে হুবহু নকল করা। তবে সব কিছু ছাপিয়ে দর্শকের নজর পড়েছে দীপিকার উপর।

ল

দর্শকদের একাংশের বক্তব্য, দীপিকার মতো এত বড় মাপের অভিনেত্রীকে ছবিতে নেওয়ার পরেও যদি তাঁকে এমন পোশাক পরে নাচতে হয় তাহলে বলিউডের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে।

কেউ কেউ মন্তব্য করেছেন, দীপিকাকে এভাবে একদম মানায় না। এই নাচ কোনো পর্ন ছবির নায়িকাও করতে পারতেন বলে জানান তারা।

'বেশরম রং' ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

news24bd.tv/রিমু