বিশ্বকাপ ফাইনালের জন্য লিওনেল মেসিকে শুভকামনা জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো। ব্রাজিল এবং নেইমার আসরে না থাকায় তিনি মেসি আর্জেন্টিনার সমর্থন দিচ্ছেন বলে উল্লেখ করেছেন।
সেমিফাইনালের লড়াইয়ে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। ওই ম্যাচে ক্রোয়াটদের ৩-০ গোল হারিয়েছে মেসির আর্জেন্টিনা।
ম্যাচ শেষে ইনস্টাগ্রামে গ্রেট রিভালদো লিখেছেন, ‘বিশ্বকাপে আমাদের ব্রাজিল কিংবা নেইমার নেই। সেজন্য আমি আর্জেন্টিনার পক্ষে আছি।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ছয় ম্যাচ খেলেছে। এর মধ্যে মেসি চার ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন। আসরে যৌথভাবে সর্বোচ্চ পাঁচ গোল করেছেন। মেসিকে তাই রিভালদো টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন, ‘তুমি (মেসি) ব্যক্তি হিসেবে এই শিরোপার দাবিদার, যে অসাধারণ ফুটবল তুমি এরই মধ্যে খেলেছ তার জন্য তোমার বিশ্বকাপ জেতা উচিত। ঈশ্বর তোমার মঙ্গল করবেন। ’
news24bd.tv/আলী