ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে তিনে মিরাজ, শীর্ষে সাকিব
ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে তিনে মিরাজ, শীর্ষে সাকিব

সংগৃহীত ছবি

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে তিনে মিরাজ, শীর্ষে সাকিব

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে ব্যাটিং-বোলিংয়ে গুরুত্বর্পূণ ভূমিকা রাখেন মেহেদী হাসান মিরাজ। সেটার পুরস্কারও হাতেনাতে পেলেন তিনি। প্রথমবার ওয়ানডে র‍্যাংকিংয়ে অলরাউন্ডারের মধ্যে শীর্ষ তিনে উঠে এসেছেন মিরাজ। আর র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

বুধবার (১৪ ডিসেম্বর) আইসিসি প্রকাশিত সাপ্তাহিক র‍্যাংকিংয়ের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ানডের অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আগে থেকেই এক নম্বরে ছিলেন সাকিব। তার রেটিং পয়েন্ট ৩৮৯। এবার তার কাছাকাছি এলেন মিরাজ।

বাংলাদেশের দুজনের মাঝে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নাবি। তার পয়েন্ট ৩১০।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের জয়ে ব্যাটিং-বোলিংয়ে দারুণ অবদান রাখায় ওই দুটি ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিরাজ। সেই ম্যাচের পর ক্যারিয়ার সেরা ২৯৫ রেটিং পয়েন্ট অর্জন করেন তিনি।

তবে তৃতীয় ও সবশেষ ম্যাচে মিরাজ অবশ্য জ্বলে উঠতে পারেননি। বল হাতে এক উইকেট নেয়ার পর ব্যাট হাতে করেন মাত্র ৩ রান। এতে তার রেটিং পয়েন্ট কিছুটা কমেছে। এখন তার রেটিং পয়েন্ট ২৮৪।

এছাড়া ওয়ানডেতে বোলিং র‌্যাংকিংয়ে একধাপ করে এগোনো সাকিব ও মুস্তাফিজ আছেন বোলারদের র‌্যাংকিংয়ে সেরা দশে। ৬৫২ রেটিং নিয়ে সাকিবের অবস্থান আটে, ৬৩৮ রেটিং নিয়ে মুস্তাফিজ আছেন নবম স্থানে।

news24bd.tv/হারুন