চট্টগ্রাম টেস্টের প্রথম দিনশেষে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান করেছে ভারত। সুযোগ মিস না করলে আজই ভারতকে অলআউট করা সম্ভব ছিল বলে জানিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তবে বাকি দিনগুলোতে উইকেট কেমন আচরণ করবে তা এখনও বুঝে উঠতে পারছেন না বলে জানান তিনি।
তাইজুল বলেন, ‘আমিও এটার সঙ্গে একমত (অলআউট করা)।
‘সুযোগগুলো যদি নিতে পারতাম, হয়তো তারা এর মধ্যেই অলআউট হয়ে যেতো। অবশ্যই পূজারা অভিজ্ঞ ব্যাটার। তারা অনেক ভালো বুঝে। যেহেতু সে এটা বলছে....সে ব্যাট করছে, উইকেটের আচরণ বুঝতে পারছে। ও যেটা বলছে এটা ভালো বলছে। আমরা যখন খেলবো বা ব্যাটিং করবো আমাদেরও ফোকাস রেখে জুটি গড়তে হবে। তাহলে আমরাও ভালো কিছু করতে পারবো। ’ জানান তাইজুল ইসলাম।
উইকেটের ধরন নিয়ে এ স্পিনার বলেন, ‘অনেক সিরিজ খেলেছি ডে বাই ডে ভালো হয়েছে উইকেট। কিন্তু এটাতে আমরা এখনও অনুমান করতে পারছি না কী হবে। আসলে এটা বলা কঠিন। যেহেতু উইকেটের আচরণ এখনও...বড় বড় টার্ন করেছে এমন না। সময় লাগবে হয়তো বা। ’