চৌগাছা সীমান্ত থেকে দুই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
চৌগাছা সীমান্ত থেকে দুই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

চৌগাছা সীমান্ত থেকে দুই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

অনলাইন ডেস্ক

যশোর চৌগাছা সীমান্ত থেকে দুই কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম মো. নাজমুল হোসেন (২২)। তিনি চৌগাছা উপজেলার ঝিনাইকুন্ডু গ্রামের মো. শরিফুল আলম বাবুর ছেলে।

আজ বুধবার বিকেলে যশোরের চৌগাছা উপজেলার তিলকপুর গ্রামের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে তিলকপুর গ্রামের পাকা রাস্তায় একজন মোটরসাইকেল আরোহীকে চৌগাছা থেকে ভারত সীমান্তের দিকে যেতে দেখা যায়। সন্দেহ হওয়ায় টহলদল তাকে থামার সংকেত দেয়। না থেমে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি করে তার পরিহিত সোয়েটারে লুকানো ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এর আনুমানিক ওজন দুই কেজি। যার বর্তমান বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

আটক নাজমুলের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার স্বর্ণের বার ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

এই রকম আরও টপিক