কাতার বিশ্বকাপে আলোচিত চরিত্রের একজন সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা। নিত্যনতুন ডিজাইনের খোলামেলা পোশাক পরে তিনি মাতিয়েছেন গ্যালারি। ইতিমধ্যে এবারের বিশ্বকাপের হটেস্ট ফ্যান হিসেবে পরিচিতি পেয়েছেন ইভানা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে হয়েছে তুমুল চর্চা।
তবে সেই প্রতিশ্রুতি পূরণ করতে হচ্ছে না ইভানাকে। তার দল ক্রোয়েশিয়া যে সেমিফাইনালে হেরে গেছে।
তিন গোলে হারার পরও ইভানা বলেছেন, ‘আমার মনে হয় না আর্জেন্টিনা খুব একটা ভালো দল। কারণটা এই যে আমাদের জন্য দিনটা ভালো ছিল না, বাজে একটা দিন গেছে। আসলে এটিই হয়েছে। ’ এদিকে, নগ্ন হওয়ার ঘোষণা দেওয়ার আগে কোয়ার্টার ফাইনালে গ্যালারিতে দর্শকের সঙ্গে সেলফি তোলার সময় নিরাপত্তারক্ষীর বাধার মুখে পড়েছিলেন ইভানা। এরপর এক স্থানে বসেই উপভোগ করতে হয় পুরো খেলা।
news24bd.tv/সাব্বির