মরক্কোর বিপক্ষে নামার আগে দুই ফুটবলারকে নিয়ে শঙ্কায় ফ্রান্স
মরক্কোর বিপক্ষে নামার আগে দুই ফুটবলারকে নিয়ে শঙ্কায় ফ্রান্স

সংগৃহীত ছবি

মরক্কোর বিপক্ষে নামার আগে দুই ফুটবলারকে নিয়ে শঙ্কায় ফ্রান্স

অনলাইন ডেস্ক

মরক্কোর বিপক্ষে আর কয়েক ঘণ্টা পরেই সেমিফাইনালের লড়াইয়ে নামবে ফ্রান্স। তবে মাঠের লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তে বেশ দুশ্চিন্তায় আছেন ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম। জানা গেছে, মরক্কোর বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় আদ্রিঁয়া রাবিও ও দায়োত উপামেকানোর অসুস্থতা নিয়ে উদ্বেগে আছে ফ্রেঞ্চ শিবির।  দ্বিতীয় সেমিফাইনালে এ দুই ফুটবলারের খেলা নিয়ে আছে শঙ্কা।

ফরাসি পত্রিকা লেকিপ জানিয়েছে, রাবিও আর উপামেকানো ঠাণ্ডায় আক্রান্ত হয়েছেন। কাতার বিশ্বকাপে এ রোগে এখন পর্যন্ত অনেকেই আক্রান্ত হয়েছে। তাপমাত্রার তারতম্যের কারণেই এমনটা হচ্ছে বলে মনে করা হচ্ছে। গরমের কারণে সর্বত্র এয়ারকন্ডিশন ব্যবহার করার কারণে খেলোয়াড়েরা ঠাণ্ডায় আক্রান্ত হচ্ছেন।

সোম ও মঙ্গলবার ফ্রান্সের অনুশীলনে ছিলেন না এ দুই ফুটবলার। আশঙ্কা করা হচ্ছে, মরক্কোর বিপক্ষে ম্যাচে এই দুজনকে না-ও পেতে পারে ফ্রান্স।

উপামেকানো না খেললে সেন্ট্রাল ডিফেন্সে মরক্কোর বিপক্ষে ম্যাচে রাফায়েল ভারানের সঙ্গী হতে পারেন ইব্রাহিমা কোনাতে অথবা উইলিয়াম সালিবা। তবে রাবিওকে না পেলে দেশমের কাজ কঠিনই হয়ে যাবে। অরিলিয়ে চুয়ামেনির সঙ্গে রাবিওর জুটি ফ্রান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাবিও না খেললে এদুয়ার্দো কামাভিঙ্গার প্রথম একাদশে থাকার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ সতীর্থ চুয়ামেনির সঙ্গে কামাভিঙ্গা কতটা মানিয়ে নিতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, দুর্বার গতিতে কাতার বিশ্বকাপে ছুটছে ফ্রান্স। গ্রুপ পর্বে তিউনিসিয়ার কাছে হারলেও বাকি ম্যাচগুলোতে দারুণ খেলেছে দলটি। শক্তিশালী ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারিয়ে ফরাসিরা উঠেছে সেমিফাইনালে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নদের লক্ষ্য এখন মরক্কো হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলা।

news24bd.tv/সাব্বির