মেসিদের উদযাপনে ব্রাজিলকে খোঁচা
মেসিদের উদযাপনে ব্রাজিলকে খোঁচা

সংগৃহীত ছবি

মেসিদের উদযাপনে ব্রাজিলকে খোঁচা

অনলাইন ডেস্ক

সেমিফাইনালে ক্রোয়েশিয়ার স্বপ্ন গুঁড়িয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। মঙ্গলবারের (১৩ ডিসেম্বর) ম্যাচে মেসি নৈপুণ্যে ৩-০ গোলে জিতেছে আলবিসেলেস্তারা।  কিন্তু যে আর্জেন্টিনা গ্রুপপর্ব পেরুতে পারবে কিনা—তা নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই আর্জেন্টিনা এখন কাতার বিশ্বকাপের ফাইনালে। উদযাপনটা তাই বাঁধভাঙা হওয়াই স্বাভাবিক।

সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর পর ড্রেসিংরুমে বুনো উল্লাসে মেতে ওঠে মেসির দল। সেখানে কোরাস গেয়ে ব্রাজিলকে খোঁচা দিয়েছেন তারা।

স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সেমিফাইনাল জেতার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ড্রেসিংরুমে এসে আলবিসেলেস্তে সমর্থকদের বানানো একটি গান গান। সেই গানের কথায় ব্রাজিলকে খোঁচানো হয়েছে।

সবাই মিলে গাওয়া সেই গানের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

গানের কয়েকটি লাইনের বাংলা অনুবাদ এমন—‘কুঁকড়ে যাওয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, কী হলো তোমাদের?/মেসি রিওর উদ্দেশে যাত্রা করে কাপটা রেখে দিল। আমরা আর্জেন্টাইনরা, সব সময়ই প্রেরণাদীপ্ত থাকব/চোখে যে আমাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন!

সেমিফাইনালে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ডিফেন্সিভ খেলেছে আর্জেন্টিনা। অর্থাৎ, নিজের দুর্গ সামলে প্রতিপক্ষের ডেরায় পাল্টা আক্রমণের কৌশল নিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আর তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সুপারস্টার লিওনেল মেসি।

news24bd.tv/আলী