যুক্তরাজ্য থেকে ৬ কূটনীতিক সরিয়ে নিল চীন
যুক্তরাজ্য থেকে ৬ কূটনীতিক সরিয়ে নিল চীন

সংগৃহীত ছবি

যুক্তরাজ্য থেকে ৬ কূটনীতিক সরিয়ে নিল চীন

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অবস্থিত চীনা কনস্যুলেটের ভেতরে স্বাধীনতাপন্থী এক বিক্ষোভকারীর ওপর হামলার ঘটনায় দেশটি থেকে ছয় কূটনীতিক সরিয়ে নিয়েছে চীন। এর মধ্যে এক জ্যেষ্ঠ কূটনীতিকও রয়েছেন। হামলার দুমাস পর এমন পদক্ষেপ নিল চীনা সরকার। খবর বিবিসির।

গত ১৬ অক্টোবর ম্যানচেস্টারের চীনা কনস্যুলেটের সামনে বিক্ষোভ করেন হংকংয়ের স্বাধীনতাপন্থীরা। এ সময় বব চেন নামে এক বিক্ষোভকারীকে জোর করে কনস্যুলেটের ভেতরে নেয় চীনের কূটনীতিকরা। সেখানে তাকে মারধর করা হয়। পরে ব্রিটিশ পুলিশ ও অন্য বিক্ষোভকারীদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় কনস্যুলেটের কূটনীতিকদের দায়মুক্তি না দিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেওয়ার জন্য অনুরোধ করে যুক্তরাজ্য কর্তৃপক্ষ। এই অনুরোধে সাড়া দেওয়ার জন্য চীনা কূটনীতিকদেরকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তারা তদন্তে সহযোগিতা না করে এরই মধ্যে যুক্তরাজ্য ছাড়তে শুরু করেছেন।

এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব জেমস ক্লেভারলি। তিনি বলেন, ‘ওই ছয়জনের কেউই আর বিচারের মুখোমুখি হবেন না। তারা আমাদের ডাকে সাড়া দেয়নি। ’

চীনে ফিরে যাওয়া ছয়জন কূটনীতিকের দলে রয়েছেন ম্যানচেস্টার কনস্যুলেটের প্রধান কর্মকর্তা ঝেং শিউয়ান। তবে তিনি বিক্ষোভকারীকে মারধর করার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তবে মারধরের সময়ের কিছু ছবিতে ঝেং শিউয়ানকে দেখা গেছে। পরে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘সহকর্মীদের রক্ষার্থে আমি এমনটা করেছি। বব আমাদের দেশ ও নেতাকে অসম্মান করেছে। তাকে প্রতিহত করা আমার দায়িত্ব। ’

কনস্যুলেটে মারধর নিয়ে যুক্তরাজ্য ও চীনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। কূটনীতিকদের সরিয়ে নিয়ে চীন বিষয়টিকে নীরব করার চেষ্টা করছে বলে অভিমত বিশেষজ্ঞদের।

কূটনীতিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে বুধবার লন্ডনে অবস্থিত চীনা কনস্যুলেটের মুখপাত্র বলেন, ‘আমাদের কর্মীদের সুরক্ষা দিতে যুক্তরাজ্য ব্যর্থ হয়েছে। এই ঘটনায় ব্রিটেন নিজস্ব আঙ্গিকে হস্তক্ষেপ করছে। ’

ঝেং শিউয়ানকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে চীনে ফেরত নেওয়া হয়েছে, যেমনটা অবসরের পরে করা হয়। ’

কনস্যুলেটে মারধরের শিকার বব বলেন, ‘আমার ওপর হামলার দুমাস হয়েছে। এখন আমি শুনছি, সেখানকার কিছু কর্মকর্তাকে চীনে ফেরত নেওয়া হয়েছে। কূটনীতিক সমস্যা সমাধানে তারা এমনটা করেছে বলে আমার বিশ্বাস। ’

‘পরিবারসহ আমি এই দেশে স্থানান্তরিত হয়েছি শুধুমাত্র স্বাধীনভাবে বাঁচতে। ১৬ অক্টোবর যা হয়েছে তা ছিল গ্রহণযোগ্য ও বেআইনি। তাদের এভাবে সরে যাওয়া আমাকে বিক্ষোভ শেষ করার অনুভূতি দেয়,’ যোগ করেন তিনি।

news24bd.tv/মামুন