কুয়াশা দাপটে ঢাকার ৪ ফ্লাইট চট্টগ্রাম-কলকাতায়

সংগৃহীত ছবি

কুয়াশা দাপটে ঢাকার ৪ ফ্লাইট চট্টগ্রাম-কলকাতায়

অনলাইন ডেস্ক

ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামতে না পেরে চারটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে বিকল্প বিমানবন্দরে। দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর মেরে একটি ফ্লাইট চট্টগ্রাম ও তিনটি ভারতের কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকেই ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হয়। এ কারণে আড়াই ঘণ্টা রানওয়েতে ফ্লাইট ওঠা-নামাও বন্ধ ছিল।

কুয়াশা খানিকটা কমে গেলে সকাল ১০টার দিকে ফ্লাইট উঠানামা ফের শুরু হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, ‘ঘন কুয়াশায় ফ্লাইটগুলোর পাইলট অবতরণের আগে রানওয়ে দেখতে পাচ্ছিলেন না। এর জন্য আকাশে অনেকক্ষ ঘুরাঘুরি করেও চারটি ফ্লাইট ঢাকায় নামতে পারেনি।

পরে সেগুলো চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে। এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। আটকে থাকা ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করেছে। ’

news24bd.tv/মামুন