আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ফের গুলি, নিহত ১ আহত ১২

সংগৃহীত ছবি

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ফের গুলি, নিহত ১ আহত ১২

অনলাইন ডেস্ক

আফগান-পাক সীমান্তবর্তী এলাকা চামানে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক জন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।  

হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে চামানের ডেপুটি কমিশনার আবদুল হামিদ জাহেরি। বেলুচিস্তান স্বাস্থ্য বিভাগ জানিয়েছিল আহতদের চামান জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলেও জানানো হয়।  

নাম প্রকাশের অনিচ্ছুক সরকারি এক সূত্র জানায়, আফগানিস্তানের পাশ থেকেই গোলাগুলির সূত্রপাত হয়। তবে এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।  

এর আগে ১১ ডিসেম্বর চামান সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে।

সে সময় আফগান সেনার ছোড়া গুলি ও আর্টিলারি হামলায় ৬ পাকিস্তানি নাগরিক ১ আফগান সেনা নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ১৬ জন।  

গতমাসে আফগানিস্তানের এক বন্দুকধারী পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। এতে এক সেনা নিহত ও ২ জন আহত হয়। এর পরেই অনির্দিষ্টকালের জন্য চামান সীমান্ত বন্ধ করে দেয়া হয়। পরে ২২ নভেম্বর আবার খুলে দেয়া হয় সীমান্ত।  

news24bd.tv/আজিজ