ক্যামেল ভাইরাসে আক্রান্ত আরও এক ফ্রেঞ্চ ফুটবলার!

সংগৃহীত ছবি

ক্যামেল ভাইরাসে আক্রান্ত আরও এক ফ্রেঞ্চ ফুটবলার!

অনলাইন ডেস্ক

সেমিফাইনালের লড়াইয়ে মরক্কোর বিপক্ষে একাদশের দুই নিয়মিত সদস্যকে ছাড়া মাঠে নামতে হয় ফ্রান্সকে। ম্যাচের কয়েক ঘণ্টা আগে জানা যায়, ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হয়েছেন আদ্রিয়া রাবিও এবং দায়োত উপামেকানো। পরে ওই কারণে সেমিফাইনালে খেলা হয়নি তাদের। ধারণা করা হচ্ছে এবার ঠাণ্ডা-জ্বরের সেই ‘ক্যামেল ভাইরাস’এ আক্রান্ত হয়েছেন দলের ফরোয়ার্ড কিংসলে কোমান।

সেমিফাইনালের আগে জ্বর এসেছে রাবিও ও উপামেকানোর। এরপর শুরু হয় কাশি, সঙ্গে ডায়রিয়া। সেই উপসর্গ দেখা দিয়েছে কোমানেরও। সেমিতে রাবিও কিংবা উপামেকানোর অভাব খুব একটা টের পেতে হয়নি ফরাসিদের।

কোমানও শুরুর একাদশের নিয়মিত সদস্য নয়। তবে ফরাসি শিবিরে দুশ্চিন্তা, ক্যামেল ভাইরাস যদি এ তিনজনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। যদি আরও বেশি ছড়িয়ে পড়ে, তাহলে ফাইনাল খেলা মুশকিল হয়ে যাবে।

ক্যামেল ভাইরাসে আক্রান্ত এ তিন ফুটবলারকে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। দেশম বলেছেন, ‘আক্রান্ত খেলোয়াড়দের সম্ভাব্য সর্বোচ্চ যত্ন নেওয়া হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। যাতে করে ভাইরাস দলের বাকি সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে। ’

news24bd.tv/সাব্বির