স্পেন অধ্যায়কে বিদায় জানালেন বুসকেটস
স্পেন অধ্যায়কে বিদায় জানালেন বুসকেটস

সংগৃহীত ছবি

স্পেন অধ্যায়কে বিদায় জানালেন বুসকেটস

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় স্পেন। এরপর চাকরি হারান দলটির প্রধান কোচ লুইস এনরিকে। সেই ব্যর্থতার পর জাতীয় দলকে বিদায় বলে দিলেন অধিনায়ক সের্হিও বুসকেটসও। ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার শুক্রবার আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের অবসরের ঘোষণা দেন।

স্পেন এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল কোস্টারিকাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে। এরপর থেকে দলটি হারিয়ে খুঁজেছে নিজেদের। শেষ ষোলোতে দলটি হারে মরক্কোর কাছে। টাইব্রেকারে সেদিন বুসকেটস নিজেও স্পটকিক থেকে গোল করতে পারেননি।

এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। সে সব আর নিতে না পেরেই যেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দিলেন তিনি। এই মিডফিল্ডার বলেন, ‘এই ১৫ বছরে ১৪৩ ম্যাচের পর আমি ঘোষণা করতে চাই, জাতীয় দলকে বিদায় জানাচ্ছি। ’

স্পেন দলকে বিদায় বলা বুসকেটসের ক্লাব ক্যারিয়ারও আছে শঙ্কার মুখে। দীর্ঘদিন ধরেই চেনা ছন্দে নেই বার্সেলোনার এই ফুটবলার। যে কারণেও নিয়মিত তোপের মুখে পড়তে হচ্ছে তাকে। বার্সার সঙ্গে এ মৌসুম শেষেই চুক্তি শেষ হওয়ার কথা তার। জানা গেছে, কাতালান ক্লাবটি তার সঙ্গে চুক্তি বাড়াতে ইচ্ছুক হলেও, তিনি কম প্রতিযোগিতামূলক লিগ যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন।

স্পেনের জার্সিতে ১৪৩ ম্যাচ খেলা বুসকেটসের গোল দুটি। বিশ্বকাপে খেলেছেন মোট ১৭ ম্যাচ। ২০১০ সালে জিতেছেন বিশ্বকাপ। এছাড়া জাতীয় দলের জার্সিতে ২০০৮ ও ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ইউরো জয়ের কীর্তিও আছে তার।

news24bd.tv/সাব্বির