মেসির জার্সি পাওয়া যাচ্ছে না কোথাও, বিপাকে অ্যাডিডাস

সংগৃহীত ছবি

মেসির জার্সি পাওয়া যাচ্ছে না কোথাও, বিপাকে অ্যাডিডাস

অনলাইন ডেস্ক

সর্বকালের সেরাদের একজন লিওলেন মেসি। দুর্দান্ত পার্ফর্মেন্সে নিজের দল আর্জেন্টিনাকে নিয়ে গেছেন কাতার বিশ্বকাপের ফাইনালে। মেসির জার্সির চাহিদা এমনিতেই থাকে অনেক বেশি। উপরন্তু, ফাইনালে উঠায় আরও বেড়েছে জার্সির চাহিদা।

রোববার ফাইনালের আগে মেসির একটি জার্সি কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন তার ভক্তরা। তবে কোথাও পাওয়া যাচ্ছে না মেসির পরিহিত ১০ নম্বর জার্সি। জার্সি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস জানিয়েছে, বিশ্বব্যাপী মেসির জার্সি সংকট দেখা দিয়েছে। সে হোক বুয়েনস আইরেস, মাদ্রিদ, দোহা কিংবা টোকিও, মেসির জার্সি পাওয়া যাচ্ছে না কোথাও।

অ্যাডিডাস জানিয়েছে, ছেলেদের বা মেয়েদের, বাচ্চা বা বয়স্ক কোন জার্সিই পাওয়া যাচ্ছে না। এক কথায় বাজারে নেই মেসির কোনো জার্সি নেই।  
অ্যাডিডাস বলছে, তাদের পক্ষে রাতারাতি মেসির জার্সির উৎপাদন বাড়ানো সম্ভব না।  কোম্পানিটির এক মুখপাত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, জার্সির চাহিদা ও যোগানের সামঞ্জস্য রাখার সর্বাত্তক চেষ্টা করছে অ্যাডিডাস।  

এদিকে জার্সিসংকট নিয়ে অনেকেই অভিযোগ করেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে। এ বিষয়ে এক বিবৃতিতে এএফএ জানিয়েছে, ‘আমরা এ ব্যাপারে কিছুই করতে পারব না, যদিও আমরা চাই বিক্রি বাড়ুক। এটা অ্যাডিডাসের ব্যাপারে ও দেশে কিছু সমস্যা আছে যার প্রভাব পড়ছে তাদের ওপর, যেমন আমদানিতে বাধা, জনবলের ঘাটতি এমনকি জনগণের চরম ক্ষোভও। ’

আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি শুধু অ্যাডিডাসই তৈরি করে। অন্যদিকে ফ্রান্সের জার্সি তৈরি করে নাইকি।  বাজারে মেসির জার্সির এই সংকটের জন্য অনেক সমর্থকের ঝুঁকতে হচ্ছে নকল জার্সির দিকে।  

news24bd.tv/আজিজ