বিশ্বকাপের মাঝে দিন কয়েকের বিশ্রাম। আর্জেন্টিনার তরুণ স্ট্রাইকার লওতারো মার্টিনেজের স্ত্রী অগাস্টিনা গান্ডোলফো দোহায় নৈশ পার্টিতে গিয়েছিলেন বোনকে নিয়ে। খাদ্য-পানীয়তে ভালোই উপভোগ করছিলেন অগাস্টিনা। হঠাৎ বুঝতে পারেন পানীয়ের সঙ্গে শক্ত কিছু একটা গলায় চলে গেল।
সন্দেহ হওয়ায় পানীয়ের বোতলে কিছু আছে কিনা দেখেন। পানীয়ের বোতলের ভেতরে চোখ রেখেই আঁতকে ওঠেন আর্জেন্টিনার এ মডেল। দেখেন বোতলের ভেতরে ছিল একাধিক কাচের টুকরো।
নাইট ক্লাব থেকে দ্রুত হাসপাতালে পৌঁছান তারা। হাসপাতালে যাওয়ার আগে নিরাপত্তা কর্মীদের জানানো হয় বিষয়টি। যোগাযোগ করা হয় দোহায় আর্জেন্টিনার দূতাবাসের সঙ্গেও। খবর পৌঁছায় আর্জেন্টিনা শিবিরেও। উদ্বিগ্ন হয়ে পড়েন লিওনেল মেসিসহ আর্জেন্টিনার খেলোয়াড়রা।
বড় বিপদ এড়ানো গেলেও সংশ্লিষ্ট নৈশ ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ে করেছেন লাওতারোর স্ত্রী। পানীয়ের বোতলের মধ্যে কী ভাবে ভাঙা কাচের টুকরো এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার প্রশ্ন, পরিবেশন করার আগে কেন পানীয়ের বোতল ভাল ভাবে পরীক্ষা করা হয়নি?
স্ত্রীকে নিয়ে লাওতারো উদ্বিগ্ন হয়ে পড়ায় মেসিদের প্রস্তুতিতে কোনও সমস্যা হয়নি। প্রাথমিক ভাবে সকলেই চিন্তিত হয়ে পড়েন। প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ সময়ে অপ্রত্যাশিত এমন ঘটনায় সকলেই সতীর্থের পাশে দাঁড়ান। বিশ্বকাপে লাউতারোকে অবশ্য চেনা ছন্দে দেখা যাচ্ছে না। এখনও একটিও গোল করতে পারেননি তিনি। আর্জেন্টিনার হয়ে ৪৫টি ম্যাচে ২১টি গোল রয়েছে তার।
news24bd.tv/হারুন