টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আজ শনিবার সকাল ৯টায় এ জেলায় তাপামাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিনে তুলনায় দশমিক ২ ডিগ্রি কম। তীব্র শীতের কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে, চলতি মৌসুমে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পরদিনও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। এ দিন তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শহরতলী দৌলাতদিয়াড়ে অবস্থানরত ভ্যানচালক আক্কাস আলী বলেন, ক'দিন ধরে এতো শীত, ভ্যান নিয়ে বাইরে আসা কঠিন হয়ে পড়েছে। তাছাড়া বেশি শীতের কারণে সকালের দিকে যাত্রীরাও খোলা ভ্যানে উঠতে চাচ্ছে না। এ কারণে আয়ও কমে গেছে।
একই এলাকার চা দোকানী রবিউল হক বলেন, সন্ধ্যা হলেই বাইরে সাধারণ মানুষের সংখ্যা কমে যাচ্ছে। সকালেও একই অবস্থা। বেশি বেলা না হলে বেশির ভাগ মানুষ বাইরে আসছে না। ফলে তাদেরও বেচাকেনা কমে গেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, এক সপ্তাহ ধরেই চুয়াডাঙ্গায় তাপামাত্রার পারদ নিম্নমূখী। উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী আরও দু’একদিন এ অবস্থা থাকতে পারে।
news24bd.tv/রিমু