ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ২, আহত ২২
ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ২, আহত ২২

সংগৃহীত ছবি

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ২, আহত ২২

অনলাইন ডেস্ক

ঢাকার ধামরাইয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এতে নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন ২২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কের খাগুরতা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রতীক সিরামিকের একটি বাস সকালে শ্রমিকদের নিয়ে কারখানায় যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আহত হন ২২ জন। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

news24bd.tv/হারুন