অভিষেক টেস্টে জাকিরের ফিফটি
অভিষেক টেস্টে জাকিরের ফিফটি

সংগৃহীত ছবি

অভিষেক টেস্টে জাকিরের ফিফটি

অনলাইন ডেস্ক

চতুর্থদিনের সকালটা বাংলাদেশের; নাজমুল হাসান শান্তর ফিফটির পর এবার ফিফটি করলেন জাকির হাসান। নিজের অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশত করার কীর্তি গড়লেন এই ব্যাটসম্যান। শান্ত-জাকিরের ফিফটিতে চতুর্থদিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১১৯ রান। এর মাধ্যমে ৪র্থ দিনের প্রথমার্ধ নিজেদের করে নিলো টাইগাররা।

শনিবারসহ দুইদিনের খেলা বাকি রয়েছে টেস্টের।  

চট্টগ্রাম টেস্টে ভারতে দেওয়া ৫১৩ রানের জবাবে শান্ত-জাকিরের ব্যাটিং নৈপুণ্যে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। বিনা উইকেটে ৪২ রানে শেষ হয় তৃতীয় দিনের খেলা।  ম্যাচের চতুর্থ দিনের শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করে যাচ্ছেন দুই ওপেনার নাজমুল হাসান শান্ত ও অভিষিক্ত জাকির হাসান।

দীর্ঘ ১৩ ইনিংস পর টেস্টে ফিফটির দেখা পেলেন শান্ত। তার সঙ্গে সঙ্গে অভিষেক টেস্টে অর্ধশতকের দেখা পেলেন উদীয়মান তারকা ক্রিকেটার জাকির হাসানও।  

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের জিততে পাড়ি দিতে হবে লম্বা পথ। পাহাড়সম টার্গেট টপকাতে হলে করতে হবে রেকর্ড। তবে দিনের শুরুটা শান্ত-জাকিরের যেমন দৃঢ় ব্যটিং নৈপুণ্য দেখাচ্ছেন; তা স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে।  

news24bd.tv/আজিজ