১৫ ইনিংস পর হাফসেঞ্চুরি করলেন শান্ত
১৫ ইনিংস পর হাফসেঞ্চুরি করলেন শান্ত

সংগৃহীত ছবি

১৫ ইনিংস পর হাফসেঞ্চুরি করলেন শান্ত

অনলাইন ডেস্ক

সবশেষ ফিফটির দেখা পেয়েছিলেন চলতি বছরের জানুয়ারিতে, মাউন্ট মুঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ১৫টি ইনিংস খেলে দেখা পাননি কোনো হাফসেঞ্চুরি। ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে প্রথম বলে সিরাজের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত।  

তবে দ্বিতীয় ইনিংসে রানের দেখা পেলেন শান্ত, করছেন হাফসেঞ্চুরি।

এটি টেস্ট ক্যারিয়ারে তার তৃতীয় হাফসেঞ্চুরি। এছাড়া বাকি হাফসেঞ্চুরিটা করেন জিম্বাবুয়েরে বিপক্ষে ২০২০ সালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।  

শান্ত ১৯ টেস্টের ক্যারিয়ারে দুটি শতক করেছেন। দুটি শতকই ২০২১ সালে।

দুটিই আবার বিদেশের মাটিতে। পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন ১৬৩ রানের ইনিংস, যদিও একই টেস্টের দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন তিনি। আর দ্বিতীয়টি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। সে সময় তিনি খেলেন ১১৯ রানের ইনিংস।  

এছাড়া সবশেষ দশ ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল ৪২। তার শেষ দশ ইনিংস হলো ০, ৪২, ২৬, ১৭, ০, ২, ৮, ১, ৭, ৩৩।  

এদিকে পাহাড়সম রানের চাপ নিয়ে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শুরু করে দুই উদ্বোধনী ব্যাটার শান্ত ও অভিষিক্ত জাকির হাসান। দুজনই  দুর্দান্ত ব্যাটিং করে প্রথম সেশনটা দারুণভাবে শেষ করেছেন তারা।

আগের দিনের শেষ বিকেলে বিনা উইকেটে বাংলাদেশকে ৪২ রান এনে দিয়েছিলেন তারা। এবার ভারতের বিপক্ষে টেস্টে দেশের হয়ে উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়েছেন তারা।

চট্টগ্রাম টেস্টে আজ (শনিবার) চতুর্থ দিন উদ্বোধনী জুটিটি ৫৮ রানে পৌঁছানোর পরই এ রেকর্ড হয়ে গেছে। এখন পর্যন্ত তারা ৩১ ওভার খেলে অবিচ্ছিন্ন আছেন ১১৯ রানে। শান্ত ৬৫ আর জাকির ৫৫ রান নিয়ে ব্যাট করছেন।

news24bd.tv/হারুন