প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা ফাইনালে ওঠায় দিনাজপুরের হিলিতে আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টাইন সমর্থক ও মেসি ভক্তরা। ''হৃদয়ে বাংলাদেশ, সমর্থনে আর্জেন্টিনা'' এই শ্লোগান নিয়ে হিলি আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আনন্দ র্যালি করা হয়।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলাহিলি বাজারের সরকারি খাদ্য গোডাউন মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও গোডাউন মোড়ে এসে শেষ হয়।
ভক্ত সমর্থকদের আশা, এবারের বিশ্বকাপ প্রিয় দল আর্জেন্টিনার ঘরেই যাবে। প্রিয় খেলোয়াড় মেসির হাতেই শোভা পাবে বিশ্বকাপের ট্রফি।
news24bd.tv/FA