রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, দুই চাচাতো ভাই নিহত

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, দুই চাচাতো ভাই নিহত

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধে সংঘর্ষের ঘটনায় দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর বিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- ভায়ালক্ষীপুর ইউনিয়নের বাঁকড়া গ্রামের বাসিন্দা দেদার আলীর ছেলে আজিজ আলী (৫০) ও জেকের আলীর ছেলে আকরাম আলী (৫৫)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজিজ ও আকরাম দুইজন আপন চাচাতো ভাই। পারিবারিক সূত্রে পাওয়া এক একর জমি নিয়ে বিরোধ চলছিল। আকরাম সেই এক একর জমি নিজের দখলে রেখে গম চাষ করেছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে সেই গমের জমিতে সার প্রয়োগ করতে গেলে আজিজ তার পক্ষের লোকজন নিয়ে সার দিতে নিষেধ করেন।

এ সময় আকরাম তাদের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান। দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আজিজ ও আকরামসহ ৬ জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আজিজ ও আকরামকে মৃত ঘোষণা করেন।  

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

news24bd.tv/কামরুল